ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
শেরপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড ছবি: প্রতীকী

শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে দুইজন মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সরোয়ার জাহান এ আদেশ দেন।



কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের ঘোষপাড়া এলাকার মৃত মহাদেব চক্রবর্তীর ছেলে বাবুল চক্রবর্তী (৩২) ও কসাইপাড়ার আজাহার আলীর ছেলে আব্দুল জলিল (২৫)।


শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মণ বাংলানিউজকে জানান, সকালে নিজ নিজ এলাকায় হেরোইন সেবন করতে দেখে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।