ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কেরাণীগঞ্জে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা সাউথ: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার খোলামোড়া এলাকার একটি নব নির্মিত বাড়ি থেকে শহীদুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মডেল থানার খোলমোড়া এলাকার বি ব্লকের ৬ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির ভেতরের টয়লেট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত শহীদুল ইসলামের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চিত্রকোট গ্রামে। খোলামোড়া এলাকায় যে বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এটি তার নব নির্মিত বাড়ি বলে জানা গেছে।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় খোলামোড়া এলাকার একটি নব নির্মিত বাড়ির টয়লেটের ভেতর শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মৃতদেহের মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে এমদাদুল ইসলাম মডেল থানায় মামলা করেছেন।

নিহতের ছেলে ইমদাদুল ইসলাম বাংলানিউজকে জানান, তার বাবা খোলামোড়া এলাকায় এই বাড়িটি নতুন নির্মাণ করেছেন। তিনি বৃহস্পতিবার এ বাড়িতে চলে আসেন। সকাল থেকে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফোনে তাকে না পেয়ে বিকেলে মুন্সিগঞ্জ জেলার চিত্রকোট এলাকা থেকে এ বাড়িতে এসে তাকে খোঁজাখুঁজি করলে টয়লেটে তার মৃতদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।