ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া প্রেসক্লাবে যাদু সভাপতি, নয়ন সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বগুড়া প্রেসক্লাবে যাদু সভাপতি, নয়ন সম্পাদক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে বিটিভির বগুড়া প্রতিনিধি যাহেদুর রহমান যাদু সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি যাহেদুর রহমান যাদু উপস্থিত সাংবাদিকদের সামনে এ ফলাফল ঘোষণা করেন।



নির্বাচনে সহ-সভাপতি ৩টি পদে নির্বাচিত হয়েছেন প্রদ্বীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া), জিয়া শাহীন (মানবজমিন) ও  আব্দুর রহিম বগরা (বাংলাভিশন)।

যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদের মধ্যে একটিতে জি.এম. ছহির উদ্দিন সজল (আরটিভি) নির্বাচিত হয়েছেন। অপরটিতে মোমিনুর রশিদ সাইন (আমার দেশ) এবং আব্দুস সালাম বাবু (উত্তরের খবর) সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আগামী ৭ দিনের মধ্যে পুনরায় নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটি।

এছাড়া কোষাধ্যক্ষ পদে কমলেশ মোহন্ত শানু (বৈশাখী টিভি), দফতর সম্পাদক পদে শফিউল আজম কমল (জনকন্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জে.এম. রউফ (কালের কন্ঠ), জাফর আহম্মেদ মিলন (আজ ও আগামীকাল) এবং পাঠাগার সম্পাদক পদে তানসেন আলম (চাদনী বাজার) নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী ৯টি পদে আমিনুর রহমান মোহন আকন্দ (সমকাল), আবুল কালাম আজাদ ঠান্ডা (কালের কণ্ঠ),  আরিফ রেহমান (যায়যায় দিন),  মাছুদার রহমান রানা (করতোয়া), আমজাদ হোসেন মিন্টু (সকালের খবর), নাজমুল হুদা নাসিম (যুগান্তর),  মীর্জা সেলিম রেজা (মহাস্থান), রউফ জালাল (চ্যানেল আই) ও সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো),

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি সম্পাদকসহ নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জুমআর নামাজের বিরতি দিয়ে বগুড়া প্রেসক্লাবে পৃথক ৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।