ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাওয়ার টিলারের (ট্রাক্টর) ধাক্কায় লাল মিয়া (৬০) নামে  আহত এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী লাল মিয়া গুরুতর আহত হন।   

তার বাড়ি উপজেলার শান্তিরাম ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন লাল মিয়া। পথে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের হুলহুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে লাল মিয়া ও চালকসহ কয়েকযাত্রী আহত হন। এদের মধ্যে লাল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।