ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে ড্যাপের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সহিংসতার প্রতিবাদে ড্যাপের মানববন্ধন

ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে সহিংসতার প্রতিবাদ ও জীবন-জীবিকার নিরাপত্তা দাবিতে মানববন্ধন করেছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট প্লাটফর্ম (ড্যাপ)।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



মনববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন দেশের কোথাও না কোথাও পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যাচ্ছেন শ্রমজীবী, শিক্ষার্থী, নারী-শিশুসহ সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচির রোষানলে পড়ে দেশের শিক্ষা, যোগাযোগ, আমদানি-রপ্তানিসহ দেশের অর্থনৈতিক অবস্থা আজ সংকটে।

দেশের সার্বিক উন্নয়নের জন্য সহিংসতা বন্ধ করা জরুরি বলে উল্লেখ করেন বক্তারা।
   
ওয়েড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সংগঠনের আহ্বায়ক মহসীন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইনসিডিল বাংলাদেশের নির্বাহী পরিচালক রতন সরকার, অঙ্গীকার সমাজ বিকাশ কেন্দ্রের প্রধান পরিচালক হিলাল উদ্দিন, স্টেপস ওয়াচ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, ভিশন-২০২১ এর নির্বাহী পরিচালক আতাউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।