ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জে ছিনতাই হওয়া কাপড়সহ আটক ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কেরাণীগঞ্জে ছিনতাই হওয়া কাপড়সহ আটক ৪ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া কাপড় রাজধানীর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে ৪ জনকে আটক কর‍া হয়।



শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ থানার আগানগড় টাওয়ার এলাকা কাপড় উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, ফরিদপুরের সদপুর থানার চরডুবাইল এলাকার আব্দুল হালিমের ছেলে কুদ্দুস শরীফ (৫৮), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার জয়কা এলাকার আব্দুল লতিফের ছেলে আমজাত হোসেন (২৬), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদ মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মিনহাজুর রহমানের ছেলে নাজিম হোসেন (২৪)।

রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার কালনী এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক থেকে সানজানা ফেব্রিক্সের কাপড়বোঝাই ক্যাভার্ডভ্যান ছিনতাই হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কেরাণীগঞ্জ থানার আগানগড় টাওয়ার এলাকার কুদ্দুস শরীফ গোডাউন থেকে ছিনতাই হওয়া ৫৫ হাজার গজ কাপড়ের মধ্যে ৩৭ হাজার গজ কাপড় উদ্ধার করা হয়।

এ সময় কুদ্দুস শরীফসহ ওই চার জনকে আটক করে পুলিশ। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে  জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।