ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সহিংসতা বন্ধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
নোয়াখালীতে সহিংসতা বন্ধে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সহিংসতা বন্ধ ও জননিরাপত্তার দাবিতে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ জনগণ নোয়াখালী ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক কর্মী, উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মী, ছাত্র, সাংবাদিক সহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

হরতাল-অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির নামে হিংসাত্মক কার্যক্রম বন্ধের আহ্বানে সমাবেশে বক্তব্য রাখেন- তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী আহ্বায়ক আনম জাহের উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের খায়ের ইমতিয়াজ দাউদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম পারভেজ, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।

এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করেন- নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র’র) নোয়াখালী সম্পাদক নুরুল আলম মাসুদ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।