ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংঘাত সহিংসতা বন্ধে মাগুরায় সুপ্র’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সংঘাত সহিংসতা বন্ধে মাগুরায় সুপ্র’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: চলমান রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বন্ধে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে সুশাসনের জন্য প্রচারাভিযান ‘সুপ্র’ বাংলাদেশ মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।



মানববন্ধন থেকে দেশের চলমান নৈরাজ্য থেকে পরিত্রাণ পেতে সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানানো হয়।

জেলা এনজিও কোঅর্ডিনেটর মো. আব্দুল হালিম, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম বাকের, কাজী আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের ডা. কাজী তাসুকুজ্জামান, এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- সংঘাত ও সহিংসতাবন্ধ করে শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার রক্ষার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।