ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৫২ ভূমিহীনকে খাস জমির দলিল হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কুড়িগ্রামে ৫২ ভূমিহীনকে খাস জমির দলিল হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে কৃষি খাস জমির কবুলিয়ত দলিল অতিদরিদ্র ভূমিহীনের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ৩ ইউনিয়নের ৫২ ভূমিহীনের প্রতিজনকে ২৫ শতক করে কৃষি খাস জমির দলিল প্রদান করা হয়।



কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চর জীবিকায়ন কর্মসূচির সহযোগিতায় ভূমিহীনদের হাতে দলিল হস্তান্তর করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এস এম আবু হোরায়রা, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাস্তবায়নকারী সংস্থা জীবিকার পরিচালক মানিক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।