ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে রানার সম্পাদক টুটুলের স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
যশোরে রানার সম্পাদক টুটুলের স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আরএম মঞ্জুরুল আলম টুটুলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।



প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি জমির আহমেদ টুন, ফকির শওকত, মিজানুর রহমান তোতা, একরাম উদ দৌলা, ফখরে আলম, আমিনুর রহমান মামুন প্রমুখ। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম মঞ্জুরুল আলম টুটুল।
               
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।