ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাস রোধে কর্মসূচি বিএফইউজে-ডিইউজের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সন্ত্রাস রোধে কর্মসূচি বিএফইউজে-ডিইউজের

ঢাকা: ‘সন্ত্রাস ঠেকাও, মানুষ ও দেশ বাঁচাও’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (৩১ জানুয়ারি) বিএফইউজে এক‍াংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে একাংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।



রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বল‍া হয়, দেশের বিদ্যমান রাজনৈতিক সহিংসতা, নাগরিকদের উপর পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ, অবরোধ-হরতালের নামে জ্বালাও, পোড়াও-এর মতো চলমান পরিস্থিতিতে দেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও হতাশ।

দেশবাসীর নিরাপত্তা ও অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।

সচেতন সাংবাদিক সমাজকে এ মানববন্ধন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।