ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিজিবির পাহারায় যান চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ফেনীতে বিজিবির পাহারায় যান চলাচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: হরতাল-অবরোধে সহিংসতা ঠেকাতে ঢাকা-চট্টগাম মহাসড়কের ফেনী অংশের তিন জায়গায় পাহারা বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার থেকে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পালাক্রমে কাজ করছে তারা।

ফলে এ সড়ক দিয়ে বিজিবির পাহারায় চলছে সব মালবাহী ও যাত্রীবাহী যানবাহন।
 
বিজিবি সূত্র জানায়, মহাসড়কের বারইয়ার হাট থেকে চৌদ্দগ্রামের ছয়ঘরিয়া পর্যন্ত ফেনী অংশের ২৫ কিলোমিটারে তিন জায়গায় পালাক্রমে পাহারা দিচ্ছে তারা। এছাড়া মহিপাল, বিসিক রাস্তার মাথা, ফতেহপুর, স্টার লাইন ফিলিং স্টেশন, মোহাম্মদ আলী ও লালপোল এলাকার টহলের সমন্বয় করবে তারা।

ফেনীর ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর শামীম ইফতেখার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতা ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।