ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বহুতল মার্কেটে আগুন, কয়েকজন নিহতের আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
মিরপুরে বহুতল মার্কেটে আগুন,  কয়েকজন নিহতের আশঙ্কা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর ১-এ নাসিম প্লাজা নামে একটি বহুতল মার্কেট ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।


শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান জানিয়েছেন, অন্তত ৮-৯ জনের মৃত্যুর খবর শুনেছি।

ঘটনাস্থলে যাচ্ছি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার ফরহাদ্দুজ্জামান।

ভবনটিতে বেশ কিছু মার্কেট ও পোশাক কারখানা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫/আপডেট ১৭৫৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।