ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় র‌্যাবের সন্ত্রাসবিরোধী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খুলনায় র‌্যাবের সন্ত্রাসবিরোধী প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে খুলনায় সন্ত্রাসবিরোধী প্রচারণা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক আরিফুল ইসলাম সুমন সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ডে গিয়ে সন্ত্রাসবিরোধী পোস্টার, স্টিকার ও লিফলেট বিতরণ করেন।



এসময় তিনি বলেন, নাশকতাকারীদের ধরিয়ে বা তথ্য দিলে সর্বনিম্ম ১০ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এজন্য তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মো. মাহফুজুল ইসলাম ও সিনিয়র এ এসপি মো. হারুনর রশীদ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।