ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২০ দল বিষধর সাপের মতো দংশন করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
২০ দল বিষধর সাপের মতো দংশন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিষধর সাপের মতো বাংলাদেশকে দংশন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, একদিন পত্রিকায় বের হলো, পাকিস্তান থেকে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে।

এরপর পরই আমি দেখি, কোনো কিছু নাই, কোনো কথা নাই। হঠাৎ আমাদের একটি রাজনৈতিক দলও তাদের দোসর, বিশ দল। সেই বিশ দল যেন এখন বাংলাদেশের জন্য একটা বিষফোঁড়া হয়ে গেছে এবং বিষধর সাপের মতো এখন বাংলাদেশকে দংশন করছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গ্রিন রোডে পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানি ভবন’ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

প্রধানমন্ত্রী ‘ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং ভবন’ এবং ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস ভবন’ এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা (২০ দল) আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। বাসে যাতায়াত করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাদের জীবনের কোনো মূল্য নেই, যে তাদের এভাবে পুড়িয়ে মারা হবে? দুই বছরের ছোট্ট শিশুও রেহাই পায় না। এটা কোন ধরনের আন্দোলন?

তিনি বলেন, মানুষ পুড়িয়ে মারা জঘন্য কাজ। মুসলমান হয়ে তারা কিভাবে মুসলমানদের পুড়িয়ে মারার খেলায় মেতে ওঠে?

২০ দল আন্দোলনের নামে দরিদ্র মানুষের পেটে লাথি মারছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র খেটে খাওয়া মানুষ, নিন্মবিত্ত, দিনমজুর, তাদের জীবনযাত্রা আজ স্থবির হওয়ার পথে। তাদের পেটে লাঠি মারছে বিএনপি-জামায়াত। কেন তারা এটা করছে? এ গরিব মানুষরা কি মানুষ না?

বিএনপি কাদের স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করছে? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্যই আমাদের রাজনীতি। তাদেরকেই যদি পুড়িয়ে মারা হয়, তবে কার জন্য রাজনীতি? কিসের রাজনীতি?

এসএসসি পরীক্ষার মধ্যেও বিএনপির হরতাল অবরোধের সমালোচনা কড়া করে প্রধানমন্ত্রী বলেন, সামনে এসএসসি পরীক্ষা। সবাই আশা করেছিলো, এ পরীক্ষার সময় বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারা বন্ধ করবে। অথচ তারা অবরোধের সঙ্গে আবার ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে। পরীক্ষা এলেই তারা হরতাল-অবরোধ দেয়।

শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আমরা পহেলা জানুয়ারি থেকে বই দিচ্ছি। কতো আশা নিয়ে তারা বসে আছে।

অশুভ শক্তির সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াতকে বলবো এই খেলা তাদের বন্ধ করতে হবে। আজকে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করে মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে নিয়ে আসছি। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সেখানে বিষাক্ত ছোবল মেরে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি-জামায়াত।

দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত তাদের ছোবলে দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ায় আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল সহিংস কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ যেন ব্যহত করতে না পারে, সেজন্য আবারো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মকাণ্ড প্রতিহতের আহবানও জানান প্রধানমন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রণালয়কে আরো তৎপর হতে হবে

পানি সম্পদ মন্ত্রণালয়কে আরো তৎপর হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশা করি, আপনারা দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরো তৎপর হবেন। আগামীতে বন্যা, খরা, অতিবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড আরো গতিশীল ভূমিকা রাখবে।

নদী রক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদী আমাদের প্রাণ। একটা মানুষের শরীরে যেমন শিরা-উপশিরা রক্ত প্রবাহ করে, বাংলাদেশের নদী হচ্ছে তেমনি দেশকে বাঁচিয়ে রাখার শিরা-উপশিরা। বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশের উন্নয়ন অব্যহত রাখতে নদীগুলোকে সংরক্ষণ করতে হবে।

নদী রক্ষা করতে প্রধানমন্ত্রী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের পর নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিংয়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, পানিসম্পদ সচিব জাফর আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।