ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিপুরায় দু’দেশের ১০ জেলা প্রশাসকের বৈঠক সোমবার

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ত্রিপুরায় দু’দেশের ১০ জেলা প্রশাসকের বৈঠক সোমবার

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী বৈঠক।

বাংলাদেশের চার ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসক তিনদিনের ওই বৈঠকে যোগ দেবেন।



আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব বৈঠক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবেন।

আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়, আমদানি-রফতানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।