ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে সৈনিকলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
না’গঞ্জে সৈনিকলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার মাসদাইরে বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান (৩৫) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মাসদাইর কবরস্থানের সামনে তারা এ কর্মসূচি পালন করে।



মাসদাইর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামালউদ্দিন চৌধুরী, পঞ্চায়েতের নেতা শাহাবুদ্দিন মাতবর, নিহতের স্ত্রী রোজিনা আক্তার, ছেলে আরাফাত, শ্বশুর মোস্তফা কন্ট্রাক্টর, রুবি মেম্বার প্রমুখ।

সমাবেশে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে সাইফুল্লাহ বাদল বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে। খুনিরা যতই ক্ষমতাধর হোক না কেন, তারা পার পাবে এটা হতে পারে না। যারা খুনিদের সহায়তা করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

নিহতের স্ত্রী রোজিনা বলেন, আমি স্বামী হত্যার বিচার চাই। সন্তানরা যাতে পিতৃহত্যার বিচার পায়। প্রশাসন যাতে খুনিদের আড়াল না করে, সেজন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, নিখোঁজের পাঁচ দিন পর গত ২৪ জানুয়ারি মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জামান ও জসিম নামের দুই যুবককে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।