ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
শাহজালালে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ শফিকুল ইসলাম (৪৪) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।



বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, কুয়েত এয়ারলাইন্সের বিমান কেইউ-২৮১-এর যাত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামেন শফিকুল ইসলাম। পরে তিনি মালামাল নিয়ে গ্রিন চ্যানেলে আসেন। এসময় সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তার পরনের প্যান্টের পকেট থেকে এক কেজি ওজনের নয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ৬০ লাখ টাকা।

শফিকুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে জানান কাজী মো. জিয়াউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।