ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র ৫ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র ৫ সদস্য আহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাংলাবাজারের পাঁচবাড়িয়া এলাকায় বিজিবি সদস্যদের বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বিজিবি’র ৫ সদস্য আহত হয়েছেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে টহলরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।



আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান, অবরোধ ও হরতালে সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি নোয়াখালীর সোনাইমুড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছিল।

এ সসময় বাংলাবাজারের পাঁচবাড়িয়া এলাকায় বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিজিবি’র ৫ সদস্য আহত হন।

আহতদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।