ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রানা প্লাজা মামলা

তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৮ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৮ মার্চ ফাইল ফটো

ঢাকা: ঢাকার সাভারে ইতিহাসের ভয়াবহতম রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনে দায়ের করা দু’টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য
আগামী ৮ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রোববার  (১ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো।

  কিন্তু কোনো প্রতিবেদন না আসায় ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ আগামী ৮ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর জানান, মামলা দু’টির তদন্তে ৪২ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের মধ্যে ১৩ সরকারি কর্মকর্তাও রয়েছেন।   সরকারি কর্মকর্তাদের আসামি করার জন্য মঞ্জুরিপত্র না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে।  

২০১৩ সালের ২৪ এপ্রিল ইতিহাসের ভয়াবহতম এ ভবন ধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় অবহেলার দ্বারা মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ক/৩৩৭/৩৩৮ ধারায় এবং অপর মামলাটি করা হয় ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ১২ ধারায়। পরে প্রথম মামলাটিতে ৩২৩/৩২৫/৩২৬/৩০৭ ও ৩০৪ ধারা সংযোজন করা হয়।

দু’টি মামলারই তদন্ত করছেন সিআইডির পরিদর্শক বিজয় কৃষ্ণ কর।

আদালতে দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে এ মামলায় ৯৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ২২ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সিআইডি জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনটির মালিক সোহেল রানা, তার পিতা আবদুল খালেক, ভবনটির অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরাও থাকছেন আসামির তালিকায়।

হতাহতের মামলায় জামিনে থাকা ৯ আসামি হলেন, আব্দুল খালেক ওরফে খালেক কুলু, মোহাম্মদ আলী খান, রেফাত উল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম মিঠু, এমতেমাম হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া।

মামলায় কারাগারে থাকা ১২ আসামি হলেন, বজলুস সামাদ আদনান, মাহমুদুর রহমান তাপস, সোহেল রানা, আমিনুল ইসলাম, আনিসুর রহমান, রফিকুল ইসলাম, আ. রাজ্জাক খান, আলমগীর, আব্দুল মান্নান, রাসেল, মধু, সারোয়ার ও সিদ্দিক।

আসামিদের মধ্যে শাহ আলম মিঠু, অনিল কুমার দাস ও আবুল হাসান ভবন মালিক রানাকে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় দু’টি মামলার মধ্যে একটি মামলা করেছেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ খান। তিনি গত বছরের ২৫ এপ্রিল সাভার থানায় ফৌজদারি কার্যবিধিতে মামলাটি দায়ের করেন।  
 
অপর মামলাটি দায়ের করেন রাজউকের অথরাইজড অফিসার হেলাল আহম্মেদ। তিনি ২৪ এপ্রিল ভবন ধসের দিনই জাতীয় ইমারত বিধি লঙ্ঘনের দায়ে মামলাটি দায়ের করেন।
 
আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে গত বছরের ১৩ মার্চ আদালতের নির্দেশে রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াফত করে সরকার।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।