ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা-নাশকতা বন্ধে গণজাগরণ মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সহিংসতা-নাশকতা বন্ধে গণজাগরণ মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি ফাইল ফটো

ঢাকা: রাজনীতির নামে ২০ দলীয় জোটের মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ, দেশের সব মানুষের জান-মালের নিরাপত্তা এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ।

রোববার (০১ ফেব্রুয়ারি) থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।



বিজ্ঞপ্তির মাধ্যমে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, সারাদেশ থেকে সংগৃহীত স্বাক্ষর ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন-অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই আমাদের অঙ্গীকার’ শিরোনামে আগামী ২৬ মার্চ রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার বরাবর হস্তান্তর করা হবে।

তিনি মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল সব ব্যক্তি-পরিবার, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক এবং নারী-শ্রমিক-ছাত্র-যুব-পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সবার প্রতি গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান।

** গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি বিস্তারিত পড়তে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।