ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার আশুলিয়ায় জুট মিলসে আগুন

আশুলিয়া থেকে সংবাদ দাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ঢাকার আশুলিয়ায় জুট মিলসে আগুন

আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় সুপ্রিম জুট মিলস নামে একটি ‍কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) আশুলিয়ার মোজার মিল এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার একটি অংশ থেকে আগুনের শিখা দেখা যায় ও ধীরে ধীরে তা বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ঢাকা বিইপিজেড ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার হামিদ মিয়া বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট কাজ করলেও, আগুন যাতে বাড়তে না পারে এজন্য আরও দু’টি ইউনিট আনা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ফায়ার ব্রিগেডের কর্মীরা যাতে নির্বিঘ্নে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন এজন্য ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫/আপডেট: ১৭২৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।