ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে নির্মাণকাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
কোম্পানীগঞ্জে নির্মাণকাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুসাপুর ক্লোজারের শেষ পর্যায়ের বাস্তবায়ন কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পানিসম্পদমন্ত্রী মুসাপুর ক্লোজারের তৃতীয় পর্যায়ের এ নির্মাণকাজ পরিদর্শন করেন।



এ সময় মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সচিব, ঠিকাদারদের ক্লোজারের বাস্তবায়নের বিভিন্ন দিক যথাযথভাবে শেষ করার দিকনির্দেশনা দেন।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৭৪ কোটি টাকা ব্যয়ে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া নদীর নিষ্কাশন প্রকল্পের অংশ হিসেবে ছোট ফেনী নদীর উপর এ বাস্তবায়ন কাজ চলছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহাম্মেদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. খোরশেদ আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত  মহাপরিচালক মাহতাব উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (পানি বিশেষজ্ঞ) অ্যামিরেটাস ড. আইনুন নিশাতসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী আগামী ৭ দিনের মধ্যে মুসাপুর ক্লোজারের নির্মাণকাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ক্লোজার নির্মাণ হলে এলাকার অনেক আবাদী জমি পুনরুদ্ধার করা হবে। সেই জমিতে ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করে সেচের মাধ্যমে কৃষি উৎপাদন ও মৎস চাষ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন  করা হবে।

এ প্রকল্প বাস্তবায়িত হলে এ এলাকায় ১ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে লবণ প্রবেশ রোধ, জলাবদ্ধতা নিরসনসহ দরিদ্র জনগোষ্ঠীর আয়বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।