ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরতালের মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
হরতালের মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা ও একুশে বইমেলার সময় অবরোধ-হরতাল দেওয়া মানে লাখ লাখ শিক্ষার্থী এবং দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।



পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও নাশকতার রাজনীতি বন্ধের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধ দিয়ে দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী ও দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের (বিএনপি-জামায়াত) প্রতিরোধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে।

একই সঙ্গে অবিলম্বে এ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে  বক্তব্য দেন-সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, আবদুল মোনায়েম নেহেরু, পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।