ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
গাইবান্ধায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ অসহায় নারী পুরুষদের মধ্যে ৮শ’ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনের জেলা কার্যালয়সহ গ্রামে-গ্রামে ঘুরে ঘুরে এক সপ্তাহে এসব কম্বল বিতরণ করা হয়।



রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রাম প্রধানের পাড়ায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা সভাপতি আমাতুন নূর ছড়া,  সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, পৌর কাউন্সিলর নাজমা শওকত,  মাহফুজা খানম মিতা, মায়া রাণী পোদ্দার, কাকলী সাহা, রুমানা খানম, শংকরী দেব ও পরিষদের জেলা কর্মসূচি নির্বাহী শামীম আহমেদ।

পরে ওই এলাকায় পঞ্চাশটি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।