ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর নওহাটা পৌর মেয়রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজশাহীর নওহাটা পৌর মেয়রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন আবদুল গফুর

রাজশাহী: নওহাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল গফুরকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওহাটা ডিগ্রি কলেজের সামনে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



বক্তারা বলেন, অপহরণের এক মাস পার হয়ে গেলেও পৌর মেয়র গফুরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

রাজশাহী পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ১৯ জানুয়ারি বিকেলে গফুরের স্ত্রী ফজিলাতুন নেসা পারুল পবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে তার স্ত্রীর দায়ের করা সাধারণ ডায়েরিটি অপহরণ মামলা হিসেবে নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নওগাঁর সালমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার মিম ও তার দুই বোনকে আটক করা হয়েছে।

গত ১ জানুয়ারি আবদুল গফুর ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ঢাকায় পৌঁছানোর পর তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন। গত ১৬ জানুয়ারি বাড়ি ফেরার কথা থাকলেও ৫ জানুয়ারির পর পরিবারের লোকজনের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তার। ওই দিন থেকে তার মোবাইল ফোনে ডায়াল হলেও কেউ রিসিভ করেননি। ১৯ জানুয়ারি তার ফোন নম্বর থেকে একটি এসএমএস আসে, তাতে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ পৌরসভার মেয়র আবদুল গফুরের মেয়ে নুসরাত জাহান বেনজির, ছেলে ফয়সাল আহমেদ রুনু, পবা-মোহনপুরের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউসার আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার কাজী মোজাম্মেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।