ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

জাতীয় সংসদ ভবন থেকে: ইসলামি ব্যাংকিং পদ্ধতিকে ‘ফ্রড’ (প্রতারণামূলক) ব্যাংকিং বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আমার কাছে শুরু থেকেই মনে হয়েছে এটা একটি ‘ফ্রড’ এবং সেভাবেই সব সময় এটাকে বিবেচনা করেছি।



রোববার (০১ ফেব্রুয়ারি) দশম সংসদের পঞ্চম অধিবেশনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, দুর্ভাগ্য যে ইসলামি ব্যাংকিং তত্ত্ব সারা দুনিয়াতেই গৃহীত। আইএমএফ পর্যন্ত তাদের অনুমোদন দিয়েছে। সুতরাং এটাকে বন্ধ করার কোনো সুযোগ এখানে নেই। এটাকে বন্ধ করার সুযোগ মুসলিম উম্মার ওপর। মুসলিম উম্মাহ যখন ৠাশনালিস্ট (যৌক্তিক) হবে, তখন বুঝতে পারবে ইসলামের নামে একটি জঘন্য প্রথা চালু করা হয়েছে।

তিনি বলেন, ইসলামে ‘রিবা’ নিষিদ্ধ। রিবা এবং বর্তমান সুদ এক জিনিস নয়। রিবার মধ্যে কোনো ধরনের মানবিক চিন্তাধারা নেই। কিন্তু সুদ মানবিক চিন্তা ধারার ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছে। সুদ হলো ‘কস্ট অব ফান্ড’ এবং ‘কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন’। কিন্তু রিবাতে সেটা ছিলো না। যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা সুদ ও রিবাকে এক করে ফেলেন। এটা একান্তই ভুল। এই ভুলের ওপর ভিত্তি করেই ইসলামি ব্যাংকিং দাঁড় হয়েছে। এখন আমার কিছু করার নেই।

এর আগে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে ধর্মকে ব্যবহারের মাধ্যমে গ্রাহকের সাথে প্রতারণার করার কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অপর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই, তা কোনোকালেই সম্ভব হবে না। কেননা আমরা বাজার থেকে অর্থ সংগ্রহ করে ঋণ বিতরণ করি। যার কাছ থেকে আমরা টাকা নেই তাদেরকেও একটি নির্দিষ্ট পরিমাণ সুদ আমাদের দিতে হয়। তাই সুদমুক্ত ঋণ দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫/আপডেট: ১৮৩০ ঘণ্টা

** নাশকতাকারীদের বিশেষ ট্রাইবুন্যালে বিচারের দাবি
** সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন 
** ‘খালেদা বিষধর সাপ’

** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

** বিমানবন্দরে ফ্রি ওআইফাই
** হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই
** বৈদেশিক ঋণ ১ কোটি ৮৯ লাখ ৫৪২ কোটি
** তারেক, মামুন ও সাঈদ এস্কান্দরের কাছে পাওনা ২৬২ কোটি
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।