ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধ-হরতাল প্রত্যাহারে শিক্ষার্থীদের মানববন্ধন

কান্ট্রি ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
অবরোধ-হরতাল প্রত্যাহারে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান নাশকতা বন্ধসহ এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার দাবিতে বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

গাইবান্ধা: দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শহরের থানা মোড়ে স্থানীয় নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী সাদেক, সাংগঠনিক সম্পাদক প্রধান জাকারিয়ায় ইসলাম জুয়েল, অধ্যাপক ফিরোজ খান নুন, শ্রমিক নেতা পীরজাদা আশরাফ-উজ জামান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, কোচাশহর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল, ছাত্রলীগ সভাপতি শাকিল আকন্দ বুলবুল, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, ডিগ্রি কলেজ অধ্যক্ষ নূর হোসেন নান্নু, শিক্ষক সমিতির নেতা মঞ্জুরুল হক সেলিম প্রমুখ।

বরগুনা: ‘সংঘাত ও সহিংসতা নয়-চাই শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার। ’ এই  স্লোগানে বরগুনায় এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচারাভিজান-সুপ্রা।

সকাল ৯টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা বলেন, নিশ্চয়তা চাই নিরাপদে স্কুলে যাওয়ার, পরিবেশ যেন পাই সুষ্ঠুভাবে ঘরে ফেরার।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখ রঞ্জন শীল, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান মোনালিসা, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।
 
বরিশাল: এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা নির্ভিঘ্ন করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ছাত্র- শিক্ষক ও সচেতন অভিভাবক সমাজ।

সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জগদ্বীশ সরস্বতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মো. ফারুক।

এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল ও অবরোধ বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, দাসগুপ্ত আশীষ কুমার, আব্দুল মজিদ প্রমুখ।

ভোলা: ভোলায় হরতাল-অবরোধ প্রত্যাহার করে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষক ও অভিভাববকরা।

দুপুরে শহরের নতুন বাজারে ভোলা প্রেসক্লাব চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রান গোপাল দে, জেলা শিক্ষক সমিতির একাংশের সভাপতি মঈনুল শিপু, সদর কামিটর সভাপতি জাকির হোসেন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম, শিক্ষক সমিতির একাংশের সভাপতি শাহ নেওয়াজ চন্দন, সাধারণ সম্পাদক আবু তাহের, নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অসীম সাহা, টবগী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইসমাইল, টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদী হাসান, ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, সহকারী শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সহকারী শিক্ষক অসীম আচার্য শান্ত ও এম ছিদ্দিকুল্লাহ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: নির্বিঘ্নে ও নিরাপদে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছে।

বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরসহ শহরতলীর আশপাশের অন্তত ৫০টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গর্ভনমেন্টা মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল,সহকারী শিক্ষক মনসুর আলী ও আবদুস সাকির।

চান্দিনা(কুমিল্লা): রাজনৈতিক সহিংসতার হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় মানববন্ধন করে তারা।

মানববন্ধনে দাউদকান্দি উপজেলার প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

নীলফামারী: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক-অভিভাবক পরিষদ।

দুপুরে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবক এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে সংগঠনের আহ্বায়ক মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু, নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম গোলাম মোস্তফা চৌধুরী, পলাশবাড়ি কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান রুমি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের  সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন, শিক্ষক নেতা মৃণাল কান্তি রায়, শহিদুল ইসলাম, মমতাজ উদ্দিন আহমেদ, অভিভাবকদের মধ্যে মোস্তফা জামাল, শিক্ষার্থীদের মধ্যে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী সাথী আক্তার ও কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহরিরার রহমান বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামসহ কয়েকটি সংগঠন এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন।

ঝালকাঠি: ঝালকাঠিতে এসএসসি ও দাখিল পরীক্ষা নিরাপদে ও নির্বিঘ্নে অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সকালে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সদরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধনের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।