ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা বন্ধে পদক্ষেপ নিতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
নাশকতা বন্ধে পদক্ষেপ নিতে হবে

জাতীয় সংসদ ভবন থেকে: হরতাল-অবরোধের নামে সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় রওশন এরশাদ। তিনি বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না।

নাশকতা বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নাশকতা প্রতিহত করতে হবে।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান রওশন এরশাদ। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
বিএনপির প্রতি প্রশ্ন রেখে রওশন এরশাদ বলেন, এ হরতাল-অবরোধ কাদের জন্য, কিসের জন্য? এ প্রশ্ন এখন জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে। নিরীহ মানুষরা তো রাজনীতি করেন না, তাহলে তাদের কেন প্রতিপক্ষ করা হবে।
 
তিনি বলেন, সন্ত্রাস-নাশকতা গণতন্ত্রের কোনো পর্যায়ে পড়ে না। এটা গণতান্ত্রিক অধিকার হতে পারে না। পরীক্ষার মধ্যে হরতাল না দিয়ে বরং অবরোধ শিথিল করতে পারতো। আমরা সেটাই আশা করেছিলাম, কিন্তু তিনি তা করেননি।
 
খালেদার প্রতি প্রশ্ন রেখে রওশন এরশাদ বলেন, তিনি তো সন্তানহারা মা, সন্তানের ব্যথা উপলব্ধি করে তিনি হরতাল-অবরোধ বন্ধ করতে পারতেন। যদি সত্যিকারভাবে তিনি একজন মা হতেন তাহলে তো সন্তানদের কথা চিন্তা করতেন।

হরতাল দেওয়ার কারণ প্রসঙ্গে রওশন বলেন, তিনি (খালেদা জিয়া) কি কোন মানবিক দিক বিবেচনা করে হরতাল দিয়েছেন? হরতাল-অবরোধের নামে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভবিষত শিক্ষার্থীরা। তাদের পরীক্ষা বন্ধ করে  দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন
** ‘খালেদা বিষধর সাপ’

** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

** বিমানবন্দরে ফ্রি ওআইফাই
** হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই
** বৈদেশিক ঋণ ১ কোটি ৮৯ লাখ ৫৪২ কোটি
** তারেক, মামুন ও সাঈদ এস্কান্দরের কাছে পাওনা ২৬২ কোটি
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।