ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় মাসব্যাপী অমর একুশে বই মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পাবনায় মাসব্যাপী অমর একুশে বই মেলা শুরু

পাবনা: ‘যে জাতি বই পড়ে, সে জাতি এগিয়ে যায়’ এই স্লোগানে পাবনায় শুরু হলো মাসব্যাপী অমর একুশে বই মেলা।

একুশে বই মেলা উদযাপন পরিষদের আয়োজনে পাবনা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে এ বই মেলা শুরু হয়েছে।



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে পাবনা একুশে বই মেলা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর মোহম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে পাবনা জিলা পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শিবজিত নাগ, স্কয়ার ফার্মাসিটিউক্যালের আবাসিক পরিচালক দবির উদ্দিন আহমেদ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় ৩৬টি বইয়ের স্টল অংশ গ্রহণ করছে। প্রতিদিন বিকেলে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া মেলার সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের সার্বক্ষণিক তদারকি থাকবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ অমর একুশে বই মেলা।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।