ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাঙামাটিতে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।



এসময় মদ তৈরির দায়ে কয়েকজনকে অর্থদণ্ড এবং উদ্ধারকৃত মদ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ান। এ সময় সঙ্গে ছিলেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান জানান, ভবিষ্যতেও জেলা প্রশাসনের মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।