ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার বিরুদ্ধে সাগর তীরে আলোর মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সহিংসতার বিরুদ্ধে সাগর তীরে আলোর মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: হরতাল-অবরোধের নামে চলমান সহিংসতার বিরুদ্ধে কক্সবাজারে আলোর মিছিল কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় আলোর মিছিল।


 
হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিলে যোগ দেন-শিক্ষার্থী, তরুণ-তরুণী, মুক্তিযোদ্ধা, প্রগতিশীল আন্দোলনে রাজপথ কাঁপানো সৈনিকরা।

কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য তাপস রক্ষিত মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মিছিলের শেষে বক্তারা বলেন, দেশে রাজনীতির নামে, গণতান্ত্রিক অধিকারের নামে নৈরাজ্য চলছে। বিএনপিকে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জানি। তাদের রাজপথে নেমে মিছিল-সমাবেশ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার আছে। কিন্তু এখন আমরা আন্দোলনের নামে কি দেখছি? রাতের আঁধারে পেট্রোল বোমা মেরে মানুষকে ঝলসে দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে।

তারা বলেন, আমরা বিএনপি কিংবা ছাত্রদলের একজন কর্মীকেও রাজপথে দেখিনা। তারা নিজেরা রাস্তায় নামেনা। দিনমজুর ভাড়া করে তাদের হাতে পাঁচশ, একশ’ টাকা দিয়ে বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করায়।

এতে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা উদীচির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার জেলা খেলা ঘরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী এবং কক্সবাজার সাংস্কৃতিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ঈপ্সিতা চক্রবর্তীসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।