ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পাচারকালে ৪ নারী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বেনাপোলে পাচারকালে ৪ নারী উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪ নারীকে উদ্ধার করা হয়েছে।

রোববার(০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তাদের উদ্ধার করে স্থানীয়রা।

এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
 
উদ্ধারকৃত হলেন, নোয়াখালীর শ্যামবাগ থানার জিন্নার পুকুর গ্রামের আবু খানের মেয়ে আখি খাতুন (২৩), ভোলার  লালমোহন থানার বদরপুর গ্রামের মতলেব মিয়ার মেয়ে ফাতেমা খাতুন (২২), ঢাকার মিরপুর-১২ ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবু কালামের মেয়ে মিনা খাতুন (১৬) ও চট্টগামের ডেপার পাহাড় থানার দামপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে নিলা খাতুন (২০)।

আটক পাচারকারী নারী হলেন, ফরিদপুরের ভাঙা থানার হামিদ্দী গ্রামের আব্দুল জলিলের মেয়ে তানিয়া খাতুন (২৬)।
পুলিশ জানায়, সীমান্ত পথে ভারতে পাচারের সময় পুটখালী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বারোপোতা গ্রামবাসীদের সন্দেহ হলে তারা নারীদের উদ্ধার এবং পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

উদ্ধারকৃতরা জানান, তানিয়া তাদের যশোরে ভালো কাজ দেওয়ার কথা বলে ঢাকার মিরপুরের একটি এনজিও থেকে নিয়ে আসে।  

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।