ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পেট্টোলবোমা নিক্ষেপকারীদের সামারি কোর্টে বিচার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পেট্টোলবোমা নিক্ষেপকারীদের সামারি কোর্টে বিচার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: পেট্টোলবোমা নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সামারি কোর্টের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।


 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন হাছান মাহমুদ।
 
তিনি বলেন, বিএনপি নেত্রী বুঝতে পেরেছেন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তার কোনদিন আর ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। পুত্রের মৃত্যুর পরও খালেদা জিয়া মানুষ হত্যা বন্ধ করেননি। খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধ করছেন।
 
আলোচনায় অংশ নিয়ে বগুড়ার সংসদ সদস্য আবদুল মান্নান বলেছেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা করে যাচ্ছে। গোটা জাতি আশা করেছিল ১৫ লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষার সময় কর্মসূচি স্থগিত রাখবেন। কিন্তু তা না করে খালেদা জিয়া অবরোধের সঙ্গে তিন দিনের হরতাল ডাকলেন! এটা কোন রাজনীতি নয়, এটা সন্ত্রাস-নৈরাজ্য।
 
তিনি বলেন, জিয়া পরিবারকে দুর্নীতির বিচার থেকে রক্ষা, যুদ্ধাপরাধীদের ফাঁসির হাত থেকে রক্ষা এবং জামায়াতকে নিবন্ধন ফেরত দিতেই খালেদা জিয়া নাশকতা-নৈরাজ্যে করে লাশের মিছিল দীর্ঘ করছেন। এদের সঙ্গে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই।
 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৫ লাখ শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন খালেদা জিয়া। কোন রাজনৈতিক ইস্যু ছাড়া গোটা দেশের মানুষকে জিম্মি করে, আগুন দিয়ে হত্যা করা হচ্ছে। এই স্বাধীনতাবিরোধী চক্র দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। ১৫ লাখ পরীক্ষার্থীর জীবনের চেয়ে খালেদা জিয়ার কাছে ক্ষমতাই বড়।
 
তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন প্রমাণিত দণ্ডিত আসামি, অর্থপাচারকারী ছিলেন। একজন মা হিসেবে আরেকজন মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু দরজা থেকে একজন প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো হয়েছে। এই ক্ষমতালিপ্সু নেত্রীর (খালেদা জিয়া) কারণে দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে যেতে পারে না। তাই এখনই তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

শামীম ওসমান বলেন, খালেদা জিয়া শুধু দেশের মানুষ নন, আল্লাহ’র বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন। ঈদে মিলাদুন্নবীর দিনেও যিনি হরতাল দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেন, বিশ্ব ইজতেমার সময়েও অবরোধ ডাকেন- সেই খালেদা জিয়ার কাছে কোনো আবেদন বা অনুরোধ জানিয়ে লাভ নেই। দেশবাসী আর কথা নয়, এবার খালেদা জিয়ার বিরুদ্ধে অ্যাকশন দেখতে চায়।
 
অ্যাডভোকেট তারানা হালিম বলেন, খালেদা জিয়া আগামী প্রজন্মকে হানাদারবাহিনীর মতো মেধাশূন্য করার ষড়যন্ত্র করছেন। এটা মেনে নেওয়া যায় না। পেট্টোলবোমা ও নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে আজ একাত্তরের মতোই গর্জে উঠতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্ম আজ রাজনীতিবিমুখ হচ্ছেন, এর প্রধান দায় খালেদা জিয়ার। পেট্টোলবোমা নিক্ষেপকারী ও হুকুমদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তিনিও নতুন আইন প্রণয়নের দাবি জানান।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুর জাহান বেগম বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার আগুনে জ্বলছেন বলেই গোটা দেশের মানুষকে জ্বালিয়ে দেওয়ার পণ করেছেন। ইসলাম ধর্মে আছে, একজন পিঁপড়াকেও পুড়িয়ে মারা যায় না। অথচ সেই ন্যাক্কারজনক কাজটিই করে যাচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে মানবিকতা দেখিয়ে কোনো লাভ নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে।
 
জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, প্রতিদিন রক্ত ঝড়ছে, পেট্রোলবোমায় ঝলসে যাচ্ছে মানুষ। গোটা জাতি আজ এমন নৃশংসতার বিরদ্ধে ধিক্কার দিচ্ছে। দেশকে মৃত্যু উপত্যকা বানানোর ষড়যন্ত্র রুখতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রয়ারি ০১, ২০১৫

** সহিংসতা বন্ধে কঠোর হবে সরকার
** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত
** নাশকতাকারীদের বিশেষ ট্রাইবুন্যালে বিচারের দাবি
** সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন 
** ‘খালেদা বিষধর সাপ’

** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

** বিমানবন্দরে ফ্রি ওআইফাই
** হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই
** বৈদেশিক ঋণ ১ কোটি ৮৯ লাখ ৫৪২ কোটি
** তারেক, মামুন ও সাঈদ এস্কান্দরের কাছে পাওনা ২৬২ কোটি
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।