ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে নাশকতার গুজবে একঘণ্টা ট্রেন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জামালপুরে নাশকতার গুজবে একঘণ্টা ট্রেন বন্ধ

জামালপুর: দুর্বৃত্তরা রেললাইন তুলে ফেলেছে এমন গুজবে জামালপুরে মাঝপথে ট্রেন থামিয়ে দিয়েছেন চালক। পরে রেললাইন পরীক্ষা শেষে একঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।


 
রোববার রাত পৌনে ৮টার দিকে নান্দিনা-জামালপুর রুটের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দিনা রেলওয়ে স্টেশন মাস্টার চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর রেল স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেক্স ট্রেনটি ছেড়ে যায়। পথে জয়রামপুর পৌঁছলে নাশকতার খবর পেয়ে জরুরিভাবে ট্রেনটি থামিয়ে দেয় চালক।
 
পরে রেললাইন পাহারার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, জিআরপি পুলিশ ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা পরীক্ষা করে রেললাইনে কোনো সমস্যা না থাকায় ট্রেনটি ফের যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।