ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে গণেশ দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিরাজগঞ্জে গণেশ দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকায় পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী গণেশ দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি শহরের এসএস রোড থেকে বের হয়ে গণেশ দাসের বাসার সামনে এসে শেষ হয়।



মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহমেদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এমদাদুল হক, জেলা জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কানু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ রহমানসহ ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধিরা।

এসময় বক্তারা অবিলম্বে গণেশ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, শনিবার রাত ৯টার দিকে শহরের রামগাতি এলাকায় পিকেটারদের ছোড়া পেট্রোল বোমায় অটোরিকশার যাত্রী পান ব্যবসায়ী গণেশ নিহত ও অটোরিকশা চালকসহ পাঁচজন দগ্ধ হয়। গুরুতর আহত দুইজনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।