ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা হরতাল- অবরোধের বাইরে রাখার দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পরীক্ষা হরতাল- অবরোধের বাইরে রাখার দাবিতে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরীক্ষাসহ যেকোনো শিক্ষাকার্যক্রমকে হরতাল অবরোধের মতো কর্মসূচির বাইরে রাখার দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



আমার অধিকার ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যান্য খাতে ক্ষতিপূরণ সম্ভব হলেও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ সম্ভব না। শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।

সমাবেশ থেকে দেশের ভবিষ্যত প্রজন্মকে তাদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা দিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান হয়। পাশাপাশি সহিংস কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীসহ দেশের সবার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

কর্মসূচিতে বইকে শিক্ষা জীবনের প্রতীক এবং কালো কাপড়কে সন্ত্রাস ও সহিংসতার প্রতীক হিসেবে প্রকাশ করা হয়।

আয়োজক সংগঠনের চেয়ারপার্সন সিরাজুদ দাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আকতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা রুহিন হাসেন প্রিন্স, রাগিব আহসান মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।