ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে আরো তিন ইউনিয়নের বর্জ্য অপসারণ বন্ধ, ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
না.গঞ্জে আরো তিন ইউনিয়নের বর্জ্য অপসারণ বন্ধ, ভোগান্তি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরে ফতুল্লার আরো তিনটি ইউনিয়নের ময়লা আবর্জনা অপসারণও বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বাংলানিউজের সঙ্গে আলাপ হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, এনায়েতনগর ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের।



এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোজিনা আক্তার বলেন, এলাকার ময়লা জমে থাকায় সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হলেও চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন বলেন, এতোদিন আমরা বিভিন্ন ডোবা নালায় ময়লা ফেলতাম। সেগুলো এখন ভরে যাওয়ায় এখন কোথায় ময়লা ফেলবো তা নিয়ে আমরা চিন্তিত। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবু হানিফা বলেন, ময়লা জমে থাকায় কুতুবপুর ইউনিয়নবাসীকে চরম ভোগান্তি পোহতে হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম বলেন, বর্জ্য ফেলার বিষয়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদ ব্যবস্থা নেবে।

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিরুদ্ধে। এ অপরাধে সম্প্রতি করপোরেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এর পর দিন বর্জ্য না ফেলার সিদ্ধান্ত নেয় করপোরেশন। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার বর্জ্য ফেলতে গেলে অজ্ঞাত পরিচয় কয়েকজন পরিচ্ছন্ন কর্মীদের মারধর করলে করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওবায়দুল্লাহ এক সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য না ফেলার ঘোষণা দেন।

বর্তমানে তিনটি ইউনিয়ন এলাকার বর্জ্য ফেলতে পারছে না। ফলে জমে থাকা আবর্জনায় ফতুল্লা, এনায়েতনগর ও কুতুবপুর তিনটি ইউনিয়ন পরিষদের কয়েক শ’ গ্রামবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** নাসিকের বর্জ্য নিষ্কাশন বন্ধ
** বর্জ্য নিষ্কাশন বন্ধের ঘোষণা দিলো নাসিক
** না’গঞ্জ সিটি করপোরেশনকে ২ লাখ টাকা জরিমানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।