ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাদা পোশাকের পুলিশের বাড়তি নজরদারিতে রাজধানী

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সাদা পোশাকের পুলিশের বাড়তি নজরদারিতে রাজধানী

ঢাকা: দিনের বিকেল ভাগ থেকে রাত ১১টা পর্যন্ত সাদা পোশাকের পুলিশ সদস্যদের কঠোর নজরদারির মধ্যে থাকছে রাজধানী। নাশকতাকারীদের গ্রেফতারে বিশেষ এই কৌশল অবলম্বন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারীরা রাজধানী জুড়েই তৎপরতা অব্যাহত রেখেছেন।

বিকেলের পর থেকে যানবাহনে আগুন, ককটেল এবং পেট্রোল বোমা নিক্ষেপকারীদের গ্রেফতারে ডিএমপির এই বিশেষ ব্যবস্থা।

পুলিশ কর্মকর্তারা দাবি করে বলছেন, সাদা পোশাকে পুলিশের নজরদারির কারণে রাজধানীতে নাশকতা কমেছে, কমেছে গাড়িতে আগুন দেয়ার ঘটনাও।  

সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি থেকে বিএনপিসহ ২০ দলীয় জোট সরকার পতনের এক দফা আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়। আর এই অবরোধের মধ্যেও হরতালেরও ঘোষণা আসছে। তাদের ঘোষিত আন্দোলনে প্রকাশ্য মিছিল মিটিং না থাকলেও চোরাগোপ্তাভাবে নাশকতার ঘটনা ঘটছে।

বিশেষ করে যাত্রী বেশে বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনা দেশব্যাপী সাধারণ মানুষদের মাঝে আতঙ্কেও সৃষ্টি করে।
সারাদেশে পেট্রোল বোমা হামলার শিকার হয়ে অন্তত ৪০ ব্যক্তি নিহত হন। আহত বা দগ্ধ হন দেড় শতাধিক।

বিশেষ করে রাজধানীতে অবরোধ শুরুর থেকে প্রায় প্রতিদিন কোন না কোন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যাত্রবাড়ির কাঠের পুলে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় অগ্নিদগ্ধ হন প্রায় ৩০ জন। এর মধ্যে কয়েকজন মারাও যান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগ্নিদগ্ধদের আর্ত চিৎকারে ভারি সেখানকার পরিবেশ।
 
এমন অবস্থায় গত ২৭ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের নাশকতাকারীদের দমনে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এমন সহিংসতাকারীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এরপর পুলিশের আইজিপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা নাশকতাকারীদের গ্রেফতারে আরো কৌশলী হওয়ার নির্দেশ দেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।
 
এরপর থেকেই মূলত পুলিশ নাশকতাকারীদের ধরতে নানা কৌশল অবলম্বন করতে থাকে। বিশেষ করে রাজধানীতে বিকেলের পর থেকে সাদা পোশাকে পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। এমনকি থানা গুলোও তাদের প্রতিদিনের ডিউটি চার্টে এসআই ও এএসআইদের সাদা পোশাকে ডিউটি উল্লেখ করছেন।
 
রাজধানীর রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা যে কোন মূল্যে নাশকতাকারীদের গ্রেফতার করতে চাই। এ কারণে পোশাকে ডিউটিরত পুলিশের পাশাপাশি ডেঞ্জার পয়েন্টগুলোতে সাদা পোশাকে পুলিশ দেয়া হয়েছে।

তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এমন কৌশল নির্ধারণ করেছি। এই ব্যবস্থায় বাসে আগুন দেয়ার ঘটনা কমেছে।

পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান বাংলানিউজকে বলেন, নাশকতা দমন করতে হবে। এতে করে যে যে ব্যবস্থা নেয়ার প্রয়োজন আমরা সেটিই নিচ্ছি।
বাড্ডা থানার ওসি এম এ জলিলও একই কথা বলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমি বাংলানিউজকে বলেন, নাশকতা দমন ও নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আমরা কিছু কৌশল নিয়েছি। আর এই কৌশলগুলো বাস্তবায়ন করার ফলে নাশকতাকারীরা গ্রেফতারও হচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়কে পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশও কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।