ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চালকের শরীরের ১০ ও হেলপারের ১২ শতাংশ পুড়ে গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
চালকের শরীরের ১০ ও হেলপারের ১২ শতাংশ পুড়ে গেছে ফাইল ফটো

রংপুর: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ চালক জেলাল মিয়ার শরীরের ১০ শতাংশ (৩২) ও হেলপার মহব্বত মিয়ার  (৩৪) শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।  
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) বার্ন ইউনিটের চিকিৎসক সহযোগী অধ্যাপক মারুফুল ইসলাম বাংলানিউজকে জানান, মোহাব্বতের দুই হাত ও মুখমণ্ডলসহ শরীরে ১২ শতাংশ এবং জেলালের মুখ ও হাতসহ শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

 
 
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া চক্ষু হাসপাতাল মোড়ে অবরোধ ও হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় তারা দগ্ধ হন।
 
চালক জেলাল জানান, ট্রাক নিয়ে লালমনিরহাট যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের ট্রাকটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তার মধ্যে একটি ট্রাকের গ্লাস ভেঙে চালকের কেবিনের ভেতরে বিস্ফোরিত হয়। এ সময় হেলপার মোহাব্বত ও তিনি দগ্ধ হন। তাদের দু’জনের বাড়িই পাবনার আতাইকুলা ইউজেলার গুনোগ্রামে।  
 
এর আগে, দগ্ধাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** পেট্রোল বোমায় ট্রাক চালক-হেলপার দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।