ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার কপালে অনেক দুঃখ আছে

শামীম খান ও শাহজাহান মোল্লা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
খালেদার কপালে অনেক দুঃখ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা:  চলমান সহিংসতা রোধে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনমত গড়ার আহ্বান জানিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা সন্ত্রাস-জঙ্গিবাদের নেত্রী। জঙ্গিবাদ সহিংসতার সঙ্গে কোনো আপোস নেই।

আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। কিন্তু এই মুহূর্তে কিছু করতে চাই না। তার কপালে অনেক দুঃখ আছে।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলার সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা এ বৈঠক চলে। পরে, গণভবনে দলীয় সংসদ সদস্যদের নৈশভোজে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।  
 
অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিষয়টিই বৈঠকের মূল বিষয় ছিল। এ সময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এবং এ কে এম শামীম ওসমান আলোচনায় অংশ নেন।
 
হরতাল-অবরোধের মধ্যেও চলমান এসএসসি পরীক্ষা স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ পরীক্ষা সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়। এটিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেও না। পরীক্ষা পরীক্ষার মতোই চলবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই পরীক্ষা একদিন পেছানো হয়েছে। তবে দলীয় এমপিদের এ পরীক্ষা সুষ্ঠভাবে শেষ করতে এবং শিক্ষাথীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে জনগণকে সম্পৃক্ত করে পদক্ষেপ নিতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের স্বাভাবিক দায়িত্বের অংশ হিসেবেই এ পরীক্ষাকে এগিয়ে নেওয়ার বিষয়ে সহযোগিতা করবে।
 
খালেদা জিয়াকে দেশ ও গণতন্ত্রের শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে ছেলে মারা গেলেও তার মধ্যে কোনো পুত্রশোক দেখা যায়নি। তিনি যেভাবে মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন, তা জনগণের মধ্যে আরো বেশি করে প্রচার করতে হবে। এ সংক্রান্ত দল থেকে প্রকাশিত লিফলেট জনগণের মধ্যে বেশি করে প্রচারের নির্দেশও দেন তিনি।
 
সুরঞ্জিত সেনগুপ্ত তার বক্তব্যে চলমান সহিংসতা মোকাবেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনে দুই সপ্তাহ সংসদ অধিবেশন মুলতবি করার প্রস্তাব করেন। তবে প্রধানমন্ত্রীসহ অন্যরা এ প্রস্তাব নাকচ করে দেন। তবে আভাস পাওয়া গেছে, আগামী বুধবারের পর থেকে সংসদ অধিবেশন কয়েক দিনের জন্য মুলতবি করা হতে পারে।  
 
এ কে এম শামীম ওসমান বলেন, এসএসসি পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া ঠিক হবে না। যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে রকম স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষাটিকে শেষ করতে হবে। এ সময় সোমবার অনুষ্ঠেয় প্রথম দিনের পরীক্ষার তারিখ পেছানো সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
 
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোটের হরতালের কারণে প্রথম দিনের পরীক্ষা চলাকালে ছোট কোনো ঘটনা ঘটলেও তখন সরকারের বিরুদ্ধে একটি সমালোচনার সুযোগ সৃষ্টি হতো। দেশের জনগণও বলতো একদিন পরীক্ষা পেছালে কী এমন ক্ষতি হতো?
 
বৈঠক সূত্রে জানা গেছে, সন্ত্রাস-নাশকতা দমনে সরকার সরকারের কাজ করবে, আর দলকে দলের কাজ করতে হবে। প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকার পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে, হাটে-মাঠে, মসজিদ-মন্দিরে বিএনপি-জামায়াতের দেশ ধ্বংসকারী নাশকতা-সহিংসতার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
 
সূত্র আরো জানায়, হরতাল অবরোধ এবং নাশকতার  বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সরকারের মতো কাজ করবে। আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনমত গড়ে তুলতে হবে।
 
জানা গেছে খালেদা হরতাল-অবরোধ দিয়ে নাশকতা করে মানুষ পুড়িয়ে মারছে। তিনি যে জঙ্গিবাদের নেত্রী। তার মুখোশ আরো উন্মোচন করতে হবে।
 
এদিকে, চলমান সহিসংতা প্রতিরোধে সংসদের চলতি অধিবেশন কিছু দিনের জন্য মুলতবি ঘোষণার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আগামী বুধবার অধিবেশন শেষে এ মুলতবি ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।  
 
বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া যেটা করছেন, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা কোনো আন্দোলন না। তিনি জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করছেন। নাশকতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
 
তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আমরা যখন ছুটি পাবো এলাকায় জনমত সৃষ্টির জন্য কাজ করবো। এসব নাশকতার জন্য সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।
 
সরকার দলীয় অন্য এক সদস্য  জানান, এমপিদের এলাকায় থাকার পাশাপাশি প্রতিরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।
 
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।