ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংকট নিরসনে জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সংকট নিরসনে জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐক্যমতের সরকারের প্রয়োজন রয়েছে। ঐক্যমতের সরকার গঠনের মাধ্যমে গোলমাল মিটিয়ে ফেলা সম্ভব বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি আব্দুর রউফ।


 
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
বিচারপতি আব্দুর রউফ বলেন, ঐক্যমতের সরকার গঠনের মাধ্যমে সমস্ত গোলমাল মিটিয়ে ফেলতে হবে। এটা সমাধান করতে হবে। কোনো রকম জোর-জবরদস্তি করে সমাধান হবে না। যারা ক্ষমতায় রয়েছেন, যারা ক্ষমতার বাইরে রয়েছেন- সবাইকে এ দিকটি নিয়ে চিন্তা করতে হবে।
 
ঐক্যমতের প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকে আমরা সহমর্মিতা জানাতে এসেছি। রাজনীতি নিয়ে কথা হয়নি।
 
এ প্রস্তাব নিয়ে ক্ষমতাসীন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে যাবেন কিনা -এমন প্রশ্নের উত্তরে  তিনি বলেন, আমরা তো কোনো রাজনৈতিক দলের নই। সবাইকে জানিয়েছি। এখন তাদেরই এগিয়ে আসতে হবে।
 
তিনি বলেন, আজকে আমরা তাকে শান্তনা ও সহানুভুতি জানানোর জন্য এসেছি। আমরা তাকে বলছি, আপনি এক সন্তান হারিয়েছেন, এখন আপনাকে কোটি সন্তানদের দায়িত্ব নিতে হবে। আপনাকে ভেঙে পড়লে হবে না।  
 
খালেদা জিয়ার মনোবল অটুট রয়েছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন সাবেক এই বিচারপতি।
 
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন পেশাজীবীদের সংগঠন ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশের) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ পাঁচ থেকে ছয় জনের একটি দল। দীর্ঘ দুই ঘণ্টা কার্যালয়ের ভিতরে অবস্থান শেষে রাত সাড়ে ৯টার দিকে তারা বের হয়ে আসেন।
 
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘন্টা, ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।