ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
মতলবে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ সরকার (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত কৃষ্ণ কাঠালিয়া গ্রামের নিমাই সরকারের ছেলে। আতহরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নারায়ণপুর এলাকায় একটি অটোরিকশার (চাঁদপুর থ-১১-২৩৩৬) সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কৃষ্ণ নামে ওই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
 
মতলব দক্ষিণ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পিকআপসহ চালককে আটক করে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।