ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত ও অপর এক কৃষক আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত সংলগ্ন কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে নিহত কৃষক নজরুলের মৃতদেহ টেনে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের গুলিতে আহত ওয়াহেদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তারা জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে  বিএসএফ। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হয়। পরে ‍তার মৃতদেহ নিয়ে যায় বিএসএফ।

ফুলবাড়ি বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে যৌথ তদন্ত দাবি করেছেন তারা। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত বিএসএফ সদস্যদের শাস্তিও দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫/আপডেট: ১৫২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।