ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে আরো ৩ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বালিয়াডাঙ্গী সীমান্তে আরো ৩ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ১২ ঘণ্টার ব্যবধানে আরো তিন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
আটক শ্রমিকরা হলেন-বালিয়াঙ্গী উপজেলার সমিরনগর ৪ নম্বর কলোনি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে সাদেকুল (৩০), আব্দুল হামিদের ছেলে আলম হোসেন (২৫),  শকর উদ্দিনের ছেলে জমির উদ্দিন(২৭)।



সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় সীমান্তের ৩৭৮ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের চোরভিটা এলাকা থেকে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের জওয়ানরা তাদের আটক করে।

এর আগে রোববার বিকেল ৫টায় ওই সীমান্তের ভারতের অভ্যন্তরে জাহিদুল ইসলাম (২৯) নামে আরো এক বাংলাদেশি শ্রমিককে আটক করে বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ওই তিন বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশে ভারতে যান। সোমবার তারা বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে আটক হন।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস আরো তিন বাংলাদেশিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চারজনকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুপুরের পর বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।