ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে স্কুলছাত্রী উদ্ধার, ২ অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
চাঁদপুরে স্কুলছাত্রী উদ্ধার, ২ অপহরণকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার ও অপহরণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ওই ছাত্রীকে অপহরণ করে শরীয়তপুর নিয়ে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে তাদের আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

আটক অপহরণকারীরা হলেন-তৌহিদুল ইসলাম (২২) ও রিয়াদ হোসেন (১৯)।

ওই স্কুলছাত্রী হাজীগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপহরণকারী তৌহিদুল ইসলাম একই এলাকার রামপুর বেপারী বাড়ির শাহজাহান বেপারীর ছেলে এবং রিয়াদ আ. খালেকের ছেলে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে জানান, স্কুলছাত্রী রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অপহরণের উদ্দেশে আগে থেকে ওৎ পেতে থাকা তৌহিদ ও রিয়াদ তার মুখ চেপে ধরে বাড়ির পাশের ডোবা পার করে রামপুর সড়কে নিয়ে যান। চিৎকার করলে এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিলে মেয়েটি চিৎকার করেনি। পরে সিএনজি চালিত অটোরিকশায় করে রাত ১২টার দিকে চাঁদপুর নৌ-টার্মিনালে নিয়ে যান। এ সময় রিয়াদ শরীয়তপুর যাওয়ার জন্য ট্রলার ঠিক করছিলো এবং তৌহিদ ও শান্তা দাঁড়িয়েছিলো। এ অবস্থা দেখে সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে।

অপহরণকারী তৌহিদ জানায়, সে ঢাকায় একটি গার্মেন্টসে এ কাজ করে। মেয়েটিকে শরীয়তপুর কামাল নামে তার এক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য ট্রলার ঠিক করছিলো।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বাংলানিউজকে জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার পর রাতেই তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আটক অপহরণকারী ও মেয়েটিকে চাঁদপুর মডেল থানার পুলিশ তাদের থানায় সোপর্দ করেছে। তারা থানা হেফাজতে রয়েছে।

অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-২৫/২০১৫) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।