ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সাভারে গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে জাহানারা নামের এক গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে সাভারের রেডিও কলোনি এলাকার নয়াবাড়িতে এ ঘটনা ঘটে।



নিহতের বড় বোন ঝরনা আক্তার বাংলানিউজকে জানান, সোমবার সকালে তার বোন জাহানারার সঙ্গে বাড়ির মালিক ইসহাক মিয়ার ঝগড়া হয়।

সেই ঝগড়ার সূত্র ধরে রাতের যেকোনো সময় তার বোনের শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখেন।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আরশেদ আলী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি।

জাহানারা বরিশালের বাকেরগঞ্জ থানার আনোয়ার মিয়া বাড়ির মালেক মিয়ার মেয়ে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।