ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়‍ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
জলবায়‍ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্ব ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বকে দায়ী করেছে ‘আমার অধিকার’ নামে বাংলাদেশের একটি সামাজিক সংগঠন।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দোষারোপ করেন সংগঠনের সভাপতি শিশির শেখ।



তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব। বর্তমানে যে হারে গ্রীণ হাউজ গ্যাস নির্গমণ হচ্ছে, এ কারণে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও চরম হুমকির মুখে।

আগামী ৩০ নভেম্বর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকাঠামো সনদ’র একবিংশতম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান যোগদান করবেন। এই সম্মেলনকে সামনে রেখেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- গ্লোবাল ক্যাম্পেইন এগেইনস্ট প্রভার্টি’র কান্ট্রি কো-কো-অর্ডিনেটর আব্দুল আউয়াল, সুশাসনের পরিচালক এলিফেন বাড়ৈ, পরিবেশ আন্দোলনকারী মিহির বিশ্বাস, নূরুল আলম মাসুদ, জিয়াউল হক মুক্তা, আমিরুল ইসলাম বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে যে হারে গ্যাস নির্গমণ হচ্ছে, এভাবে চললে ২১০০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা চার দশমিক সাত থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে মানবজাতিসহ পৃথিবী বিপন্নতার মুখে পড়বে।

সাংবাদ সম্মেলনে তারা মানবজাতির কল্যাণের জন্য ৯টি দাবি তুলে ধরেন। একই সঙ্গে এই সংগঠনটি আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নোয়াখালী অভিমুখে জলবায়ু পদযাত্রা, শুক্রবার খুলনা অভিমুখে জলাবয়ু উদ্বাস্তু মানুষের মিছিল। শনিবার লক্ষ্মীপুর রামগতি অভিমুখে জলবায়ু পদযাত্রা।    

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস/এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।