ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর (৫) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।


 
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাগুড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, দুপুরে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মাগুরছড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।  
 
খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন বাংলানিউজকে বলেন, পিকআপ ভ্যানটি আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।