ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রবিরোধীরা সন্ত্রাসবাদে আশ্রয় নিয়েছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রাষ্ট্রবিরোধীরা সন্ত্রাসবাদে আশ্রয় নিয়েছে ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রবিরোধীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মধ্যে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মওলানা সৈয়দ অহিদুজ্জামান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরউ) ‘দেশীয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকিতে শান্তির বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।



সৈয়দ অহিদুজ্জামান বলেন, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা দেশ ও রাষ্ট্রের মূল প্রেরণাকে চ্যালেঞ্জ করে জঙ্গি ও সন্ত্রাসের মধ্যে আশ্রয় নিয়েছে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা, সম্পদ ধ্বংস ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত।

দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি বলেন, তাদের এ জঙ্গিপনায় দেশের মানুষ অতিষ্ঠ। মানুষ চায় শান্তি, স্থিতি, নিরাপত্তা, উন্নয়ন ও অগ্রগতি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মওলানা গাজী আতাউর রহমান, সিরাজউদ্দিন আহমেদ, মওলানা রুহুল আমিন, মজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস/এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।